মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে তারা নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। সামরিক জান্তা প্রথম সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছে মঙ্গলবার। মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী ১ ফেব্রুয়ারি। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয় অভ্যুত্থানের কয়েক দিন পর। পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত বেশ কয়েক জন বিক্ষোভকারী।
জান্তার প্রথম সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেছেন, বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন আয়োজন। আমরা নিশ্চিত করছি, নির্বাচন হবে। নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেননি জি মিন প্রায় দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে। তবে সেনাবাহিনী দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকবে না বলে জানিয়েছেন তিনি। সু চির ব্যাপারে জানতে চাইলে এই সেনা মুখপাত্র বলেন, হয়নি তাকে আটক রাখা। তবে নিরাপত্তার খাতিরে তারা তাদের বাসায় রয়েছেন।