অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে আবারো শুটিংয়ে ফিরলেন। একটি টেলিফিল্মের শুটিংয়ে অংশ নেন কয়েকদিন আগে। ‘স্বর্ণমানব-৪’ নামে এ টেলিফিল্মে গোয়েন্দা মহাপরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। ড. মইনুল খান রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
আজিজুল হাকিম শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন—ক্যামেরার সামনে দাঁড়িয়েছি মানসিক শক্তি নিয়ে। সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজটি হবে, তা আগেই শুটিং ইউনিট থেকে নিশ্চিত করেছিল। যার কারণে সাহসটা পেয়েছি। এই টেলিফিল্মে শুল্ক গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছি। চারটি দৃশ্য ছিল আমার। স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছেন প্রত্যেকে। শুটিং ইউনিটের পরিবেশ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।
নিয়মিত শুটিং করার বিষয়ে আজিজুল হাকিম আপাতত আগ্রহী নন। তিনি বলেন—নিয়মিত শুটিংয়ের পরিকল্পনা নেই। যদিও আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত বিশেষ কিছু নাটকে অভিনয় করব। এছাড়া আগে শুরু করা কিছু ধারাবাহিক নাটকের প্রচারের বিঘ্নতা এড়াতে কাজ করব। তবে তা স্বাস্থবিধি মেনেই করব। টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম ছাড়াও—সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, জাকিয়া বারী মম, রুনা খান প্রমুখ। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে টেলিফিল্মটি।