বিশ্ব প্রাণী দিবস আজ। মূল লক্ষ্য হচ্ছে দিবসটির, প্রতিটি প্রান্তের প্রাণীদের অবস্থার উন্নতি করা পৃথিবীর। হেনরিক জিম্মারমেন নামের একজন জার্মান লেখক ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে উদযাপন করেন বিশ্ব প্রাণী দিবস সর্বপ্রথম। পরে ১৯২৯ সালে দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়। বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরে।
এ উপলক্ষ্যে বৈশ্বিক জীববৈচিত্র্যের সূচক ‘দ্য লিভিং প্ল্যানেট ইনডেক্স’-এর প্রতিবেদন ‘২০২০’স লিভিং প্ল্যানেট রিপোর্টে বলা হয়, বন্য প্রাণী কমছে সারা বিশ্বেই। বিচরণক্ষেত্র ছোট হয়ে আসছে বন্য প্রাণির। বনের ভেতরে গড়ে ওঠা অবৈধ বসতি, বন্য প্রাণীর আবাস হুমকিতে পড়েছে গাছ চুরি, গাড়ি চলাচল ও পর্যটকদের যাতায়াত বেড়ে যাওয়ায়।
ডাব্লিউডাব্লিউএফ ইন্টারন্যাশনালের মহাপরিচালক মার্কো ল্যাম্বেরটিনি বলেন, ২০১৬ সালে আমরা সারা বিশ্বে ৬০ শতাংশ বন্যপ্রাণী হ্রাসের হিসাব নথিভুক্ত করেছিলাম কিন্তু এখন এই কমে যাওয়ার হার প্রায় ৭৭ শতাংশে এসে ঠেকেছে। ঘটনাগুলো ঘটে যাচ্ছে চোখের পলকে।
সূত্র: ইন্টারনেট