এক নারী ধর্ষণের শিকার হয়েছেন গাজীপুরের কাশিমপুর এলাকায় প্রাইভেটকারে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অভিযোগে কারচালক পিন্টুকে (৩০) আটক করেছে পুলিশ। এ তথ্য জানিয়েছেন জিএমপির কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ. কে মানিক। বারেক মিয়ার ছেলে আটক পিন্টু গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নওলা গ্রামের। পেশায় চালকপিন্টু।
এসআই মালিক জানান, পিন্টুর পূর্বপরিচিত ওই নারী পার্লার ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা রাতে ওই নারীসহ আরেক নারীকে কালিয়াকৈর এলাকায় হাঁটতে দেখে পিন্টু তাদের বাসায় পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে নেন। পরে তারা পথে ফুসকা খায় এবং এক বাসা থেকে ওই নারীর (ধর্ষনের শিকার) ছেলেকে গাড়িতে ওঠায়। পরে ছেলে হালিম খাওয়ার বয়না ধরলে তারা রাত সাড়ে ৮টার দিকে হালিম খেদে কাশিমপুরের জিরানী এলাকায় যায়। ওই নারীকে পিন্টু ধর্ষণ করে অপর নারী ও ছেলে হালিম খেতে গেলে প্রাইভেটকারের ভেতরই। বাসায় ফিরে ৯৯৯ এ বিষয়টি জানায় পরে ওই নারী।
এসআই আরও জানান, ঢাকার আশুলিয়া থানায় মামলা করতে যায় আজ সকালে ওই নারী। খবর পেয়ে পিন্টুও ওই নারীর সঙ্গে বিষয়টি মিমাংসা করার আশায় আশুলিয়া থানায় যায়। পিন্টুকে আটক করে এ সময় পুলিশ। ঘটনাস্থল কাশিপুরপুর থানা এলাকায় হওয়ায় পিন্টুকে কাশিমপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে আশুলিয়া থানা পুলিশ। এ ব্যাপারে এসআই জানান মামলা দায়ের প্রত্রিয়াধীন বলে।