উত্তর বারিধারা ওয়ালটন ফেডারেশন কাপে জয়ের দেখা পেয়েছে। আরামবাগ ক্রীড়া চক্র তাদের প্রথম জয়ে হারের তিক্ত স্বাদ পেল। শনিবার আরামবাগকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তর বারিধারা ৩-২ গোলে হারিয়েছে। আরামবাগ এর আগে প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছিল। আরামবাগ ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের ছোঁয়ায় প্রথম ম্যাচে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।
উত্তর বারিধারা হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। জয় পাওয়া ম্যাচে একটি করে গোল করেন সুমন, সুজন ও খালেদ হাম্মাম। সুমন ২৪ মিনিটে স্কোরলাইন খুলেন। সুজন দ্বিতীয় গোল করেন মিনিট ছয়েক পরই।
২-০ গোলে পিছিয়ে পড়া আরামবাগ শিবিরে খানিকটা স্বস্তি ফিরিয়ে আসেনন ক্সিস্টোফার। ৩৭ মিনিটে দলের বিদেশী ফুটবলার গোল করে ব্যবধান কমান। যদিও তা খুব একটা কাজে আসেনি। প্রথমার্ধ শেষ হওয়ার ১ মিনিট আগে খালেদ হাম্মাম মোস্তফা তৃতীয় গোল করে বারিধারাকে আবার এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে আরামবাগের নিহাদ জামান গোল করে পরাজয়ের ব্যবধান কমান। নিহাদ জামান ৭৫ মিনিটে গোলটি করেন। আরামবাগ পরের ১৫ মিনিটে আরো একটি গোলের জন্য মরিয়া হয়ে খেলে। কিন্তু তারা উত্তর বারিধারার রক্ষণ ভাঙ্গতে পারেনি।