বেড়ে গেছে শীতের প্রকোপ মাঘ মাসের শুরুতেই। সেই সঙ্গে মেঘের উপস্থিতি আকাশে বেড়েছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আছে। এদিকে শীতের তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে জেকে বসবে শৈত্যপ্রবাহ আগামী শুক্রবার (২২ জানুয়ারি) থেকে।
আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বুধবার (২০ জানুয়ারি)। আবহাওয়াবিদশাহীনুররহমানবলেন, দেশেরবিভিন্নস্থানেফেরশৈত্যপ্রবাহশুরুহতেপারে আগামীশুক্রবারথেকে।ওইশৈত্যপ্রবাহতীব্রমাত্রায়রূপনিতেপারে।বর্তমানেবাতাসেজলীয়বাষ্পেরপরিমাণবেশিথাকায়শীতঅনুভূতহচ্ছে।তবেএটাশৈত্যপ্রবাহনা।১০ডিগ্রিরবেশি দেশেরসবস্থানেইতাপমাত্রা।
তিনিবলেন, দেশেরবিভিন্নস্থানেহালকাবৃষ্টিপাতেরসম্ভাবনারয়েছে আজথেকে।যাইতোমধ্যেশুরুহয়েগেছে।তিনদিনহতেপারে এইবৃষ্টি।বৃষ্টিরমাধ্যমেমেঘকেটেযাবে, শুক্রবারথেকেআবারদিনেরতাপমাত্রাবেড়েযাবেএবংরাতেরতাপমাত্রাকমতেশুরুকরবে।তখনফেরকিছুএলাকায়শৈত্যপ্রবাহশুরুহতেপারে।
আবহাওয়ারপূর্বাভাসেবলাহয়েছে, সূর্যেরআলোসরাসরিপ্রবেশকরতেপারবেনা আকাশেমেঘথাকায়।একারণেসারাদেশেইদিনেরতাপমাত্রাসামান্যকমতেপারেএবংরাতেরতাপমাত্রাসর্বোচ্চ৩ডিগ্রিপর্যন্তবাড়তেপারে বুধবারওবৃহস্পতিবার।