মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান-এসি মিলান কোপা ইতালিয়াতে। দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনা জ্লাতন ইব্রাহোমোভিচ ও রোমেলু লুকাকুর মধ্যকার লড়াই এই মিলান ডার্বিতে। কোপা ইটালিয়ার কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মঙ্গলবার রাতে। লুকাকু-এরিকসন গোল দুটি করেন ইন্টারের হয়ে। আর এসি মিলানের হয়ে একমাত্র গোল করেন ইব্রাহোমোভিচ।
ইব্রা-লুকাকুর মধ্যে বাদানুবাদ শুরু হয় বিরতির ঠিক আগে। মুখোমুখি লড়াইয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে দুজনকে। ম্যানচেস্টার ইউনাইটেডে একসময় দুজনেই ছিলেন সতীর্থ। কিন্তু গতকাল অতীত ভুলে দুজনের কেউই কাউকে ছাড় দেননি।
রেফারি দুজনকেই হলুদ কার্ড দেন। তবে ইব্রাহোমোভিচ এখানেই পার পাননি। কোলারভকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ইব্রাহোমোভিচ ৫৮ মিনিটে।