তার খুব নামডাক আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। ২২ গজে দোর্দণ্ড প্রতাপ দেখাতে পারেন। ঝুলিতে রয়েছে বাহারি সব শট। ভরপুর সামর্থ্যেও। যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ঈমন সব কিছু মিলিয়ে দারুণ এক প্যাকেজ। প্রতিশ্রুতিশীল এ ব্যাটসম্যান নিজেকে গড়ছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্পে।
জাতীয় দলের জার্সি ধাপে ধাপে ঈমন পেতে চান। বাঁহাতি ওপেনার রোববার অনুশীলন শেষে বলেন, জাতীয় দলের খেলার স্বপ্ন আছে। ধাপে ধাপে উপরে ওঠার চেষ্টা করছি। এইচপিতে খেলবো, এরপর ‘এ’ টিম তারপর জাতীয় দল।এইচপি ক্যাম্প নিয়ে তার ভাষ্য, অনেক ভালো লাগছে এইচপি ক্যাম্প। অনেক আলাদা। নতুন কোচ আসছে। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছে, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি।
প্রাথমিক দিকগুলো নিয়ে কাজ করছেন নতুন কোচ টবি র্যাডফোর্ড আপাতত ব্যাটিংয়ের। ঈমন তা আয়ত্ত করতে প্রস্তুত, ব্যাটিংয়ের কিছু কাজ করছেন কোচ। সামনে খেলার কথা বলেছেন। ওনার আলাদা কিছু টেকনিক আছে। আয়ত্ত করার চেষ্টা করছি সেগুলো। তা কাজে লাগবে আশা করছি।
ঈমনদের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আরও অপেক্ষা করতে হবে। এর আগে অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে। দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে এইচপি ইউনিট সোমবার থেকে। ক্যাম্পের শেষ দিকে হবে একটি একদিনের ম্যাচও। মাঠে নামতে মুখিয়ে থাকা এ ক্রিকেটার নিজেকে তৈরি করতে সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছেন। জাতীয় দলের জন্য নিজেকে গড়তে চান।