এখন বাংলাদেশে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার সকাল ১০টা ২৫ মিনিটে তাদের বহনকারী এমিরেটসের ফ্লাইট হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ ৪০ জনের বহর নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
বিশেষ ব্যবস্থায় হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে নেওয়া হবে বিমানবন্দর থেকে ক্যারিবীয় দলকে। তবে উইন্ডিজ থেকে বাংলাদেশ আসতে ট্রানজিট হিসেবে ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর ব্যবহার করায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আবার ব্যাপক আকার ধারণ করেছে ইংল্যান্ডে করোনা মহামারি। এজন্য ১৪ দিনের কোয়ারান্টাইন বাধ্যতামূলক বাংলাদেশ সরকারের নির্দেশনা আছে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের।
৭ দিন কোয়ারান্টাইন করবে তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পূর্বের পরিকল্পনা অনুযায়ী, এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৭ দিনের কোয়ারান্টাইন করবে। কোনও পরিবর্তন আনা হয়নি চুক্তি করার পর।
ক্রিকেটাররা হোটেল রুমে থাকবেন কোয়ারেন্টাইনের প্রথম তিন দিন। তৃতীয় দিনের পর দ্বিতীয় টেস্ট। তা নেগেটিভ আসার পর নিজেদের স্কোয়াডের ভেতরে অনুশীলন শুরু হবে। অন্য কাউকে যুক্ত করা হবে না সেখানে। সাত দিন পর অন্যদের সংস্পর্শে যেতে পারবেন খেলোয়াড়রা। বাংলাদেশের নেট খেলোয়াড়দের নিয়ে সেশন তখনই শুরু হবে। ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের লড়াই কোয়ারেন্টাইন শেষে। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ বন্দরনগরীতেই শুরু হবে। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল। দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা মূল মঞ্চে নামার আগে। ১৮ জানুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচটি হবে বিকেএসপিতে। চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ২৮ জানুয়ারি ম্যাচটি শুরু হবে। ৩৭ দিনের সফরে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সব মিলিয়ে।