fastnews.com.bd
আন্তর্জাতিক ডেস্ক
সূর্য তিনটি কিন্তু একটা আকাশ! কখনও হতে পারে এমনটা? বলবেন অনেকেই, কখনই সম্ভব নয় এটা। কিন্তু চীনে দেখা গেছে এমন এক দৃশ্যই। দেশটির মোহে সকালে উঠেই চমকে দেখেন শহরের বাসিন্দারা, তিনটি সূর্য রয়েছে আকাশে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এমন বিরল ঘটনা দেখা গেছে শুক্রবার বলে জানিয়েছেন মোহে শহরের বাসিন্দারা। এই তিনটি সূর্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও।সূর্যের দু’পাশে চিহ্নিত করা গেছে ফ্যান্টম সান নামে দুটি উজ্জ্বলতম অংশ। আসল সূর্যটি মাঝখানে রয়েছে।
সান ডগস নামে পরিচিত পাশাপাশি এক সঙ্গে এমন তিনটি সূর্যের অবয়ব। অনেকই চমকে গেছেন এই মহাজাগতিক দৃশ্য দেখে। কিন্তু কিছুই নয় আর এই ঘটনা, কেবল প্রতিফলন মাত্র সূর্যের। আর দুটি আলাদা আলোক বিন্দু তৈরি হয়েছে আকাশে সূর্যের প্রতিফলের ফলে। যেটিকে দেখে মনে হচ্ছে তিনটি সূর্য।
এক প্রতিবেদনে জানিয়েছে পিপলস ডেইলি চায়না, এই তিনটি সূর্য এতো সময় ধরে দেখতে পাওয়ার এই প্রথম ঘটনা।সান ডগ বলা হয়ে থাকে এটিকে। সূর্যের আলো পারহেলিয়ন নামে মেঘের মধ্যে বরফের কুণ্ডলিতে প্রতিফলিত হয়ে এমন কাণ্ড আকাশে ঘটে বলে জানিয়েছেন গবেষকরা। কখনও এটি দেখা যায় সান ডগ হিসেবে আবার কখনও এর দেখা মেলে রংধনু হিসেবে। এর আগে উত্তর চীনের একটি অংশে পাঁচটি সূর্যের দেখা মিলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। আর তিনটি সূর্যের সূর্যোদয় দেখা গিয়েছিল রাশিয়াতে ২০১৫ সালে।