দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন করোনাভাইরাসে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৬ লাখ ৮৯৫ জনের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে। গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে এর আগে।
দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন এছাড়া করোনাভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়সোমবার (২৯ মার্চ) বিকেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭জন, গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন। আরও ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয় এর আগে রোববার (২৮ মার্চ) দেশে। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন।