বাইডেনের প্রচার শিবিরের বাস থামিয়ে হয়রানির ঘটনায় তদন্তে নেমেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই) টেক্সাসে নির্বাচনী র্যালিতে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো।
টেক্সাসের সান এন্টোনিও এলাকায় ট্রাম্প সমর্থকরা বাইডেনের প্রচার শিবিরের বাস থামিয়ে হয়রানি করে বলে অভিযোগ ওঠে গত ৩০ নভেম্বর।
‘আই লাভ টেক্সাস’ ওই ঘটনার ভিডিও টুইটারে দিয়ে ট্রাম্প লেখেন।
একজন মুখপাত্র জানান এফবিআইয়ের, এফবিআই ওই ঘটনা সম্পর্কে অবগত আছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।
হামলার বিষয়ে সিএনএন এর খবরে বলা হয়েছে, ওই এলাকায় আগাম ভোটের শেষ দিন যাতে বাইডেন সমর্থকরা ভোট দেন, বাসটি এ নিয়ে প্রচারণার উদ্দেশে অস্টিনে যেতে চেয়েছিল। বাসকে ঘিরে ধরে এরমধ্যেই ট্রাম্প সমর্থকরা মোটরসাইকেল নিয়ে। ওই ঘটনার পর টেক্সাসে বাইডেন শিবিরের পূর্ব নির্ধারিত দুইটি কর্মসূচি বাতিল করে দেওয়া হয়।