আবু জাহির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি। এ তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মোবাইল ফোনে তিনি নিজেই ।
তার শরীরে করোনা শনাক্ত হয় পরদিন এর আগে গত ২৫ অক্টোবর পরীক্ষার জন্য নমুনা দিলে। বর্তমানে তার বাসাতেই আইসোলেশনে রয়েছেন এমপি আবু জাহির।
তার নির্বাচনী এলাকায় সবাইকে সচেতন করার জন্য কাজ করেছেন দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে আবু জাহির। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের সহায়তাও পৌঁছে দিয়েছেন। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল জানান, এ পর্যন্ত জেলায় ১৮০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ ১৫১৬ ও ১৬ জন মারা গেছেন।