পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে । মরদেহটি উদ্ধার করা হয় মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে।পরে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
লাল চেক ফুল হাতা শার্ট ও জিন্সপ্যান্ট ছিল নিহতের পরনে। স্থানীয় লোকজনের ধারণা, মরদেহটি পড়ে থাকার স্থানেই দুর্বৃত্তরা কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। তবে, চিনেন না কেউ তাকে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, চেষ্টা চলছে নিহত কিশোরের পরিচয় জানান। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে পরিচয় জানতে পারলে।পুলিশের কয়েকটি টিম তদন্ত করছে বিষয়টি গুরুত্বের সঙ্গে।