ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-চিত্রনায়ক নিরব বিমানের পাশাপাশি সিটে বসে আছেন। হাস্যজ্জ্বল দেখাচ্ছে দুজনকেই বেশ। কিন্তু কোথায় যাচ্ছেন তারা বিমানে চেপে?
কথা হয় নিরবের সঙ্গে এ প্রশ্নের উত্তর জানতে। এ নায়ক বলেন, কয়েকদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। চট্টগ্রাম এসেছি এর শুটিংয়ে অংশ নিতেই। একক হিরো হিসেবে প্রথমবার কাজ করছি অপু বিশ্বাসের সঙ্গে। এর আগে একবার অভিনয় করলেও এবারই একক হিরো হিসেবে কাজ করছি। আশা করছি, বেশ ভালো হবে কাজের অভিজ্ঞতা। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছি বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে। একটানা ১৫ দিন শুটিং করব। এরপরে বাকিং অংশের শুটিং করব ঢাকার বিভিন্ন লোকেশনে।
পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা ২০১৯-২০ অর্থবছরে। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে নায়ক নিরব অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সিনেমাটি নির্মিত হচ্ছে অনুপম কথাচিত্রের ব্যানারে। কথা হয় নিরবের সঙ্গে এ প্রশ্নের উত্তর জানতে। এ নায়ক বলেন, কয়েকদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। চট্টগ্রাম এসেছি এর শুটিংয়ে অংশ নিতেই। একক হিরো হিসেবে প্রথমবার কাজ করছি অপু বিশ্বাসের সঙ্গে। এর আগে একবার অভিনয় করলেও এবারই একক হিরো হিসেবে কাজ করছি। আশা করছি, বেশ ভালো হবে কাজের অভিজ্ঞতা।
তিনি আরো বলেন, রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছি বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে। একটানা ১৫ দিন শুটিং করব। এরপরে বাকিং অংশের শুটিং করব ঢাকার বিভিন্ন লোকেশনে। পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা ২০১৯-২০ অর্থবছরে। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে নায়ক নিরব অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সিনেমাটি নির্মিত হচ্ছে অনুপম কথাচিত্রের ব্যানারে।