শাহরুখ খান বলিউড বাদশা।এই অভিনেতার জন্মদিন ২ নভেম্বর। এদিকে ঘটা করে জন্মদিন পালন করবেন না শাহরুখ করোনা মহামারির কারণে।তার বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন না তিনি প্রতিবছরের মতো এবার। বিশেষ দিনটি উদযাপন করবেন দূরত্ব বজায় রেখেই।
বলিউডের কিং খান বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘একটু দূর থেকে এ বছর ভালোবাসো বন্ধুরা।’
তবে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন শাহরুখ ভক্তরা বিশেষ দিনটিতে স্মরণীয় করে রাখতে। ভার্চুয়াল কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অভিনেতার ফ্যান ক্লাবের পক্ষ থেকে। যশ পারয়ানি ফ্যান ক্লাবের সদস্য বলেন, ‘ভার্চুয়ালি করতে হচ্ছে এই বছর আমাদের সবকিছু। তবে উদযাপন যেন জাঁকজমক হয় খেয়াল রাখতে হবে। একটি উৎসব এটি আমাদের জন্য।মান্নাতের সামনে থাকার অভিজ্ঞতা পাবেন ভক্তরা রোববার মধ্যরাত থেকেই।’
শাহরুখ এই বছর ৫৫-তে পা রাখবেন। যশ জানান, ৫৫৫৫ কোভিড কিট, মাস্ক, স্যানিটাইজার প্রদান ও দুস্থদের মাঝে ৫৫৫৫ প্যাকেট খাবার বিতরণ করা হবে কিং খানের জন্মদিন উপলক্ষে। এছাড়া সেবামূলক কাজ করবেন তারা অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমে।