সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় জার্মানি ব্যবহৃত ওষুধ নিজেদের নাগরিকদের চিকিৎসায় ব্যবহার করতে যাচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিনস স্পাহন এ তথ্য জানিয়েছেন রোববার। জার্মানিই প্রথম দেশ ট্রাম্পের ওপর প্রয়োগ করা পরীক্ষামূলক অ্যান্টিবায়েটিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ইউরোপে ইউনিয়নের মধ্যে।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে স্পাহন বলেছেন, ডোজ কিনেছে সরকার ৪৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দিয়ে দুই লাখ।
তিনি জানান, অ্যান্টিবডি ককটেলগুলো বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোতে পাঠানো হবে আগামী সপ্তাহগুলোতে। অবশ্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম জানাননি স্পাহন। করোনায় আক্রান্তের পর ট্রাম্পকে যে ওষুধ দেওয়া হয়েছিল এটি সে-ই ওষুধ বলে তিনি নিশ্চিত করেছেন গত অক্টোবরে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরোক্ষ টিকার মতো কাজ করে এগুলো। এই অ্যান্টিবডি দেওয়া হলে পরিস্থিতি গুরুতরের দিকে যাওয়া এড়ানো সম্ভব প্রাথমিক পর্যায়ে রোগীকে।