বিল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জইনুদ্দিন (৫৬) নামের এক জেলে নিহত হয়েছেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে। উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের ধামাই বিলে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জেলে জইনুদ্দিন তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজি মুক্তাদির হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধামাই বিল দখল নিয়ে তেরয়াল মৎস্যজীবী সমিতির সদস্য আব্দুস সালাম ও তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ মোশাহিদের পক্ষের মধ্যে। বিলটি নিয়ে উচ্চ আদালতে মামলা থাকলেও তা দখলের চেষ্টা করে দুই গ্রুপ।
তেরয়াল মৎস্যজীবী সমিতির সদস্য আব্দুস সালাম ও তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ মোশাহিদের পক্ষের লোকজন দখলের চেষ্টায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বৃহস্পতিবার সকালে। এ সময় জইনুদ্দিন গুরুতর আহত হয় দেশীয় অস্ত্রের আঘাতে। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, পরিস্থিতি শান্ত রয়েছে বর্তমানে। তবে কোনো অভিযোগ দেননি এখনও কেউ। ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ পেলে।