ইমন সাহা সমালোচনার মুখে পড়েছেন সম্প্রতি সংগীত পরিচালক। তাকে নিয়ে ইতোমধ্যে চিত্রনায়ক শাকিব খান, পরিচালক সাফি উদ্দিন সাফি, রাকিবুল আলম রাকিব ও রাজু চৌধুরী নেতিবাচক মন্তব্য করেছেন। এবার তাকে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু নিয়ে মন্তব্য করলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঝন্টুর একটি বক্তব্য। তিনি ইমন সাহার উদ্দেশ্যে বলেছেন, ইমন সাহা সংগীত পরিচালক হিসেবে আহামরি কোনো গান নির্মাণ করেনি যে আমরা বলতে পারি- সে অনেক কিছু! আমার মনে হয়, ইমন সাহার ভেতরে হিংসা কাজ করে। নয়তো ইকবাল সাহেব, সাফি উদ্দিন সাফির মতো পরিচালকের বিরুদ্ধে সে কীভাবে বলে- অশ্লীল সিনেমা নির্মাণ করেন? এগুলো সে কোথায় পেয়েছে?
ঝন্টু মনে করেন, তেমন কিছু হয়নি যে ইমন এখনও, সে চলচ্চিত্রের কাউকে নিয়ে সমালোচনা করতে পারে। তার পরামর্শ হলো এ ক্ষেত্রে, আগে কিছু হও তারপর সমালোচনা করো। দেলোয়াল জাহান ঝন্টু বলেছেন, শুধু তাই নয়, বাবার সুনাম ধরে রাখো। বেশি কথা বলে তুমি সত্যদাকে সমালোচনায় ফেলো না। কেন তুমি এত কথা বলো? কে অধিকার দিয়েছে তোমাকে? তুমি এফডিসিতে ঢুকতে পারবা না। সত্যদার ছেলে বলে এখনও তোমাকে আমরা কিছু বলি না। সমালোচনা করবে না পরিচালকদের। তাহলে এফডিসিতে ঢোকা বন্ধ হয়ে যাবে। এভাবেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঝন্টু ইমন সাহার প্রতি।