টেক রিপাবলিক লিমিটেড ও টেক্সটাইল বিডি ওয়ালটন টি-টোয়েন্টি করপোরেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে। সিদ্দিকী গ্রুপ ও টেক রিপাবলিক গতকাল শনিবার মিরপুর সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। সিদ্দিকী গ্রুপ ম্যাচে স্রেফ উড়ে যায়।ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টস জিতে সিদ্দিকী গ্রুপ। সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে আগে ব্যাটিংয়ের সুযোগ টেক রিপাবলিক।
টেক রিপাবলিককে স্কোরবোর্ডে বড় পুঁজি না পেলেও বোলাররা দারুণ এক জয় এনে দেয়। মাত্র ৫৭ রানে গুটিয়ে দেয় তারা সিদ্দিকী গ্রুপকে। মাহমুদুল হাসান ৫০ রানের বিশাল জয়ের নায়ক। তিনি ৪ ওভারে ১ মেডেনে ১৪ রানে ৫ উইকেট নেন। এছাড়া ২৫ বলে ২৮ রান করা শোভন ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টেক্সটাইলস বিডি ও ওয়ান স্কাই কমিউনিকেশন দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হয়। ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওয়ান স্কাই কমিউনিকেশন।টেক্সটাইল বিডি লক্ষ্য তাড়ায় মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে। ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন রোহিত চোহান ৩৫ বলে ৫৮ রান করে। বল হাতে ১৭ রানে ৩ উইকেট নেওয়া মোস্তফা ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।