এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ সহিংসতা ছড়ানোর আশঙ্কায় । কিছুদিন আগে একই অভিযোগ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এমনকি ট্রাম্পের অ্যাকাউন্ট ফেসবুকেও সাময়িকভাবে ব্লক রাখা হয়।
বলা হয়েছে আল জাজিরার খবরে, ইউটিউব কর্তৃপক্ষ ট্রাম্পের ইউটিউব চ্যানেলে একমাস আগে আপলোড করা একটি ভিডিও গতকাল মঙ্গলবার মুছে দিয়েছে। তার চ্যানেলটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে একই সঙ্গে। ওই ভিডিওতে ভোটগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প, ভিডিওটির ভিউ ৫.৮ মিলিয়নের বেশি। ট্রাম্পের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২.৭৭ মিলিয়ন।
এক বিবৃতিতে বলেছে ইউটিউব কর্তৃপক্ষ, সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা একটি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোনো কিছু আপলোড করা যাবে না। আগামী সাত দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকেরা গত সপ্তাহে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ঘটনায় উসকানি দিয়েছিলেন।