ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ।
এ তথ্য নিশ্চিত করে জানান রোববার (১ মার্চ) দুপুরে শাহবাগ থানাযর অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, রাজধানীর শাহবাগ থানার মামলাটি করা হয় ২৫ ফেব্রুয়ারি রাতে। এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বলা হয়েছে মামলার এজাহারে, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে তারেক রহমান জাতির জনককে নিয়ে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছেন। জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এতে। তারেক ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে।