দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার দ্বিতীয় সন্তানের মা হলেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন ওলিজা। এদিকে তার ফেসবুকেও শেয়ার করেছেন ওলিজা খুশির খবরটি। এতে তিনি লিখেছেন—‘আলহামদুলিল্লাহ! একটি বাচ্চা মেয়ে পেয়ে ধন্য!
ওরাহ রহমান ওজ ওলিজা তার কন্যার নাম রেখেছেন। প্রথম নাতনির মুখ দেখে ডিপজল দারুণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ওলিজা। ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা ২০১৮ সালের মাঝামাঝি সময়। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান ২০১৯ সালে।
মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন এবং ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি। বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায় মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।