স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসচালক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায়। তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গাজীপুরের মৌচাক এলাকা থেকে।
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে,সোমবার রাতে আজমেরী বাসের চালক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড চাওয়া হবে তাকে আদালতে হাজির করে। উল্লেখ্যরাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় দ্রুতগামী আজমেরী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হন, সোমবার (১৮ জানুয়ারি)। মো. আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারীকা নিহতরা হলেন।