শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা হবে ২০২১ সালে। এজন্য প্রতিদিন ক্লাস করবে স্কুল খুললে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। আর প্রাথমিকসহ অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে। তারা সারা সপ্তাহের কাজ নিয়ে যাবে। আবার পরের সপ্তাহে এসে সেই কাজ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে।
জাতীয় সংসদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ এর ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন রোববার (২৪ জানুয়ারি)। শিক্ষমন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রাক প্রস্তুতি নিতে আমরা একটি নির্দেশনা দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতে হবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে। এরপর আমরা অবস্থা বুঝে এবং আমাদের জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী কোন দিন থেকে খুলব সেটি ঘোষণা করবো। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বসাতে পারব না গাদাগাদি করে। সামাজিক দূরত্ব বজায় রেখেই বসতে হবে তাদের। যখন দেখবো করোনা আর সেই অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের আর সংক্রমণের আশঙ্কা নেই তখন পুরোদমে ক্লাস চলবে।
লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন বলেন, আমাদের গ্রামের ছেলে মেয়েদের তেমন উপকারে আসছে না করোনায় ভার্চুয়াল ক্লাস হলেও। তাই যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। আওয়ামী লীগের চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না স্কুল বন্ধের কারণে। চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া উচিত এ কারণে।