আটক করেছে পুলিশ রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের বাসার দারোয়ান মো. দুলালকে। তাকে আটক করা হয় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে। দুলাল পলাতক ছিলেন ঘটনার পর থেকে।
রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, দুলালকে আটক করা হয়েছে এ ঘটনার তদন্তের স্বার্থেই। তিনি দায়িত্বে ছিলেন ঘটনার সময়। দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেদিন ওই বাসায় আর কারা কারা এসেছিল তা জানতে।
প্রসঙ্গত, ধানমন্ডিতে আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ গত ৭ জানুয়ারি দুপুরে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, ধর্ষণ ও অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা যায়। গ্রেপ্তার করা হয় দিহানকে ঘটনার পর পরই। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন দোষ স্বীকার করে।