‘পুষ্পা’ স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা। সিনেমাটির শুটিং চলছে বর্তমানে। শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে ‘পুষ্পা’ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে। এজন্য তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। দিশা এতে কোমর দোলাতে ১.৫ কোটি রুপি নিবেন।
এই সিনেমা পরিচালনা সুকুমার করছেন। সাধারণত তিনি তার সিনেমায় একটি আইটেম গান রাখেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘পুষ্পা’ সিনেমার এই আইটেম গানের সুর করছেন দেবী শ্রী প্রসাদ।
আল্লুর বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা‘পুষ্পা’ সিনেমাটিতে। আল্লুকে সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে। এতে রাশমিকা তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ।
এদিকে বর্তমানে দিশা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তার বর্তমানে ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। মুক্তি পাবে এটি আগামী ঈদুল ফিতরে। এতে সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। এই অভিনেত্রীকে একতা কাপুর প্রযোজিত ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে।