দুজনের মৃত্যু হয়েছে রাজধানীর মহাখালী ও আজমপুরে ট্রেনের ধাক্কায়। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, মহাখালীতে ট্রেনের ধাক্কায় ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক মিল্টন কুমার মিত্র (৩৫) মারা গেছেন মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে।
ইউনিভার্সেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান সোহাগ বলেছেন, মিল্টন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অফিস থেকে বাসায় যাওয়ার জন্য বের হন। জানতে পেরেছি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তিনি। সে সময় দুই দিকে দুটি ট্রেন যাতায়াত করছিল। তিনি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তার পথচারীরা লাশ আমাদের হাসপাতালে নিয়ে আসে। তিনি জানান, বাগেরহাটে মিল্টনের বাড়ি। পুরান ঢাকায় থাকতেন তিনি।
অন্যদিকে, এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজধানীর আজমপুরের মেম্বারবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে। পরিচয় পাওয়া যায়নি তার। তার বয়স আনুমানিক (৫০) বছর। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেদায়েত জানিয়েছেন, তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। লুঙ্গি ও শার্ট তার পরনে ছিল। তিনি আরও জানান, জানার চেষ্টা করা হচ্ছে নিহতের পরিচয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে তার।