ফ্রান্স মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর চিত্র প্রদর্শনের মাধ্যমে উগ্রবাদকে উস্কে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সোমবার (২৬ অক্টোবর) এমনই অভিযোগ করেছেন। খবর আল জাজিরার। তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণার প্রথম শিকার বিশ্বব্যাপী মুসলমানরা। মুসলমানদের যারা শাসন ও শোষণ করছে তাদের দ্বারা এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই নিজেদের ক্ষতি করছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি ঘৃণিত অপরাধের পর বাকস্বাধীনতার নামে ১.৯ বিলিয়ন মুসলমান, তাদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করা সুযোগ সন্ধানীদের কাজ। উস্কে দিবে এটা কেবল উগ্রবাদকে।
মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী এক শিক্ষককে এক চেচেন কিশোর গলাকেটে হত্যা করে ১৬ অক্টোবর। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন মুসলমানদের নানাবিধ সমালোচনা করেন ওই ঘটনার পর। মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন বাকস্বাধীনতার নামে সরকারি ভবনে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম দেশ ম্যাক্রনের সমালোচনা করছে। বর্জন করতে শুরু করেছে বিভিন্ন দেশ ফ্রান্স পণ্য। এবার তারা সরব হয়েছে ফ্রান্সের বিরুদ্ধে ইরান শুরুতে বিষয়টি নিয়ে চুপ থাকলেও।