তথ্যপ্রযুক্তি ডেস্ক
বাংলাদেশে এই প্রথম ট্যুরিজম বিষয়ক সেবা দানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে অতিথি ডটকম (www.otithee.com)। ট্যুরিজম খাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য “বিশ্বস্ত বুকিং সহযোগী” স্লোগান নিয়ে অতিথি ডট কম এর যাত্রা শুরু হয় রাজধানীর লেকশোর হোটেল গুলশানে। এই অ্যাপস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী।
গত শনিবার কোরআন তেলাওয়াত ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর অতিথি ডটকম অ্যাপস এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, এমপি। উদ্বোধনের সময় শেষে তিনি বলেন “বাংলাদেশ অতিথি পরায়ন জাতি, প্রযুক্তি নির্ভর হয়ে বাংলাদেশকে দেশ ও বিদেশে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে অতিথি ডটকম।” অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাইফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরিফা পারভিন জামান মৌসুমী, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট শমী কায়সার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নিবার্হী কর্মকর্তা জাবেদ আহমেদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রধান রাফিউজ্জামান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং এর ওয়াহিদুজ্জামান শরীফ এবং ডাকসুর জিএস গোলাম রাব্বানী। উল্লেখ্য অতিথি ডটকম এর মাধ্যমে একজন মানুষ সহজেই হোটেল, রিসোর্ট, কনভেনশন সেন্টার অ্যাপার্টমেন্ট, শেয়ারড রুম, ট্রান্সপোর্ট ইত্যাদি বুকিং দিতে পারবেন।