প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে খুলনার দিঘলিয়া উপজেলার ওয়াইএমএ ক্লাবের আয়োজনে ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগের। ৮ দল চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষে। কিটক্যাট বয়েজ ক্লাব প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জয় পেয়েছে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়া দলগুলো হলো সুপার সিক্সার্স, কিটক্যাট বয়েজ, মোজাফফর ফাউন্ডেশন, শেখ আব্দুল বারি স্মৃতি সংসদ, ব্রম্মাগতি রয়েলস, সুপার ইলেভেন, কেকেবি ওয়ারিয়র্স ও রেজাউল হক স্মৃতি সংসদ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে কিটক্যাট বয়েজ ৩৯ রানে গাজী থাই এ্যালুমিনিয়ামকে পরাজিত করে শনিবার। ম্যাচে আগে ব্যাট করে কিটক্যাট বয়েজ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সিহাব ৩৩ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। রাজ৩২ রান করেন। আসলাম প্রতিপক্ষের ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে গাজী থাই এ্যালুমিনিয়াম ৮ উইকেট হারিয়ে ৯০ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে অজয় ৩৪, নাসিম ১৮ রান করেন। কিটক্যাট বয়েজের হয়ে সাইফুল ৩টি ও অনিম ২টি উইকেট নেন। বিজয়ী দলের সিহাব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ৮ দল চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষে। কিটক্যাট বয়েজ ক্লাব প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জয় পেয়েছে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়া দলগুলো হলো সুপার সিক্সার্স, কিটক্যাট বয়েজ, মোজাফফর ফাউন্ডেশন, শেখ আব্দুল বারি স্মৃতি সংসদ, ব্রম্মাগতি রয়েলস, সুপার ইলেভেন, কেকেবি ওয়ারিয়র্স ও রেজাউল হক স্মৃতি সংসদ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে কিটক্যাট বয়েজ ৩৯ রানে গাজী থাই এ্যালুমিনিয়ামকে পরাজিত করে শনিবার। ম্যাচে আগে ব্যাট করে কিটক্যাট বয়েজ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সিহাব ৩৩ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। রাজ৩২ রান করেন। আসলাম প্রতিপক্ষের ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গাজী থাই এ্যালুমিনিয়াম ৮ উইকেট হারিয়ে ৯০ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে অজয় ৩৪, নাসিম ১৮ রান করেন। কিটক্যাট বয়েজের হয়ে সাইফুল ৩টি ও অনিম ২টি উইকেট নেন। বিজয়ী দলের সিহাব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।