সোহানা নামের ১৭ দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে চুরি হওয়ার তিন দিন পর। পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বুধবার (১৮ নভেম্বর)সকালে সুজন খানের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
নিহত নবজাতকের বাবা সুজন খান বলেন, ‘ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে আমার বাবা পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করা হয় পুলিশ আসার আগেই।’
ওসি মো. মনিরুল ইসলাম জানান, ওই পুকুরে তল্লাশি করা হয়েছিল চুরি যাওয়ার পর। এই রহস্য উৎঘটনের চেষ্টা করা হচ্ছে বিষয়টি আমলে নিয়ে। এর আগে বাদী অজ্ঞাত নামা আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুর দাদা মো. আলী হোসেন খান।
উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা তাদের সঙ্গে ঘুমিয়ে ছিল প্রতিদিনের মতো রোববার (১৫ নভেম্বর) রাতেও। শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা মধ্য রাতের কোনো এক সময় মা-বাবার মাঝ থেকে।