ভারতের নাগপুর রাজ্য পুলিশ ডিজিটাল মাধ্যমে প্রতারণা করা স্ক্যামারদের ইংরেজি ব্যাকরণ শেখানোর ঘোষণা দিয়েছে। গৃহশিক্ষকের মাধ্যমে স্ক্যামারদের ইংরেজি শিক্ষা দেওয়া হবে বিনামূল্যে। বিনিময়ে স্ক্যামারকে শুধু জেলে থাকতে হবে। নাগপুর পুলিশ বিভাগ সম্প্রতি টুইটারে স্ক্যামারদের উদ্দেশ্য করে এমনই এক পোস্ট দেয়। যেসব স্ক্যামারের এমন ইংরেজি শিক্ষা প্রয়োজন তাদের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে পোস্টে। সাইবার সেলের এই নম্বরে ফোন দিলেই স্ক্যামারের অবস্থানে হাজির হয়ে যাবে পুলিশ।
টুইটারে দেওয়া পোস্টের বাংলা করলে যা দাঁড়ায় তা অনেকটা এরকম-“প্রিয় প্রতারকগণ, আমরা আপনাদেরকে ব্যাকরণের (ইংরেজি) কিছু শিক্ষা দিতে চাই। পাওয়া যাবে গৃহশিক্ষক। এক প্রতিবেদনে বলা হয় এনডিটিভির, মোবাইল ওয়ালেট পেটিএম ব্যবহারকারীদের লক্ষ্য করে বেশ সক্রিয় ভারতের স্ক্যামাররা। বাংলাদেশের বিকাশ প্রতারণা চক্রের মতো অনেকটা, গ্রাহকদের পেটিএম কর্ত্রৃপক্ষ সেজে বিভিন্ন এসএমএস এবং ইমেইল করে স্ক্যামাররা। সেসব এসএমএস বা ইমেইলে প্রচুর ব্যাকারণগত ত্রুটি থাকে।
মূলত রাজ্যের নাগরিকদের সতর্ক এবং সচেতন করতেই এমন অভিনব পথ নিয়েছে নাগপুর পুলিশ। পেটিএম কর্তৃপক্ষের নামে কোন বার্তা আসলে আর সেখানে ব্যাকরণিক ভুল থাকলে সেটি সম্পর্কে যেন নাগরিকেরা সচেতন হন, পুলিশ প্রশাসনের এমনটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কতটুকু সফল হবে সেটা ভবিষ্যতের বিষয় তবে এখনই এই টুইট বেশ ভাইরাল ভার্চুয়াল জগতে।