স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতার আশঙ্কা নেই মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান আছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরও কেউ বিশৃঙ্খলা তৈরি করলে। রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে।
তিনি এসব কথা বলেন জুম বাংলাদেশ স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে। মন্ত্রী বলেন, এবারও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রতি বছরের মতো। পুলিশ, র্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা।
আরও এ সময় মন্ত্রী বলেন, পথশিশুরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার এমনকি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাদের জীবনমান, লেখাপড়া থেকে সব ধরনের সহযোগিতা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তারাও সমাজের একটি অংশ, মনে রাখতে হবে। সরকার সেভাবেই পথশিশুদের গুরুত্ব দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।