টাঙ্গাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মীর মঈনুল হক লিটনের সমর্থকরা পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। শহরের দিঘুলীয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা এএসএম কামরুল হাসানের কাছে গিয়ে তারা নির্বাচনের দাবি জানান শনিবার (৩০ জানুয়ারি) রাতে। পরে আবার বিক্ষোভ মিছিলটি দিঘুলীয়া এলাকায় গিয়ে শেষ হয়।
মীর মঈনুল হক লিটনের দাবি, সুষ্ঠ ভোট হয়নি ৪ নম্বর ওয়ার্ডে। প্রতিবাদ করায় তার সমর্থকের মারধর করা হয়েছে। এছাড়া, দুটি ব্যালট বক্সের ভোট গগণা না করেই ফল প্রকাশ করা হয়েছে। তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা এএসএম কামরুল হাসান বলেন, ‘পুণরায় ভোট গণনার কোনো সুযোগ নেই। তিনি চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন।