হাত রাঙানো মেহেদি রঙে। লাল টুকটুকে শাড়ি পরনে। গহনা গা-ভর্তি। মুখে খেলে যাচ্ছে এক চিলতে হাসির ঢেউ—বিয়ের এমন সাজে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। ছবিটি এ অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট করেন গত ৩০ অক্টোবর। ‘বউ বউ লাগছে’ ক্যাপশনে লিখেন। এরপর তাকে শুভেচ্ছা জানান অনেকে, আবার অনেকে তার ছবি নিয়ে মজা করে মন্তব্য করেন।
সবই ঠিক ছিল এ পর্যন্ত। কিন্তু মডেল-অভিনেতা নিলয় আলমগীর তার ফেসবুকে ক্যাপশন ছাড়া একটি ছবি পোস্ট করে তাসনুভা তিশাকে ট্যাগ করেন গত ১ নভেম্বর। আর এতে তাদেরকে বর-কনের সাজে দেখা যায়। ছবিটি পোস্ট করার পর নাট্যাঙ্গনের অনেকে শুভেচ্ছা জানান। এ তালিকায় রয়েছেন—শ্যামল মাওলা, জিনাত স্বাগতা প্রমুখ। মূলত এরপরই বিড়ম্বনা তৈরি হয়। কারণ এ জুটিকে অনেকে অভিনন্দন জানান নিলয়-তাসনুভা সত্যি বিয়ে করেছেন ভেবে।
শুধু ফেসবুকে থেমে থাকেনি অভিনন্দন জানানোর প্রক্রিয়াটা, তা গড়ায় মুঠোফোনেও। এরপর নিলয় আলমগীর ছবিটির ক্যাপশন দেন—নাটক: তোমাকে চাই। পরিচালক: ফজলুল সেলিম। তিনি বলেন এ বিষয়ে তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগ করা হলে—নাটকটির প্রচারের জন্যই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছিলাম। আর তাতে শুভেচ্ছা জানায় বিনোদন অঙ্গনের কয়েকজন বন্ধু-সহকর্মী মজা করে। অনেকে সত্যি ভেবে শুভেচ্ছা জানিয়েছেন সেটাকে। ‘তোমাকে চাই’ কয়েক দিন আগে নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে। নিলয় আলমগীর এতে জুটি বেঁধে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, আবদুল্লাহ রানা প্রমুখ।