অন্তত ৪৩ জন নিহত হয়েছেন নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম সদস্যদের হামলায়। ছয়জন আহত হয়েছেন। এ হামলা চালানো হয় শনিবার (২৮ নভেম্বর) নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুড়ির একটি কৃষি খামারে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে ধানক্ষেতে কর্মরত ৪৩ শ্রমিককে। কসবো গ্রামে তাদের বাড়ি।
বাবাকুরা কোলো স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বলেন, ‘আমরা মরদেহ পেয়েছি ৪৩ জনের। হত্যা করা হয়েছে সবাইকে। গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে আরও ছয়জনকে। তাতে কোনো সন্দেহ নেই এটা বোকো হারামের কাজ। ক্রমাগত আক্রমণ করছে তারা এই এলাকায় কৃষকদের।’ ২২ জন কৃষি শ্রমিককে হত্যা করে গত মাসে মাইদুগুড়িতে পৃথক দুই হামলায় বোকো হারাম।
বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ায়, বেশ সক্রিয় ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি)। ৩৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে তাদের সহিংসতায় ২০০৯ সাল থেকে। অন্তত ২০ লাখ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন।