সিয়াম আহমেদ ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক। এরই মধ্যে তিনি ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আরো কয়েকটি সিনেমায় অভিনয় করেন এরপর। সিয়াম এবার নতুন সিনেমায় নাম লেখালেন। ‘মৃধা ভার্সেস মৃধা’ নামের এই সিনেমায় তার সঙ্গী অভিনেত্রী নোভা। প্রথমবার চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নোভা এ সিনেমার মাধ্যমে।
এই সিনেমায় সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করবেন রনি ভৌমিকের পরিচালনায় তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ। তার অভিষেক সিনেমা প্রসঙ্গে বলেন নোভা, রুপালি পর্দায় নাম লেখালাম প্রথমবারের মতো। চমৎকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মৃধা ভার্সেস মৃধা’। এতে চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। আশা করছি, খুব ভালো অভিজ্ঞতা হবে।
পরিচালক রনি ভৌমিক জানান, সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায়। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। নোভার ক্যারিয়ার শুরু মডেলিংয়ের মাধ্যমে। নিয়মিত কাজ করছেন টিভিসি ও নাটক-টেলিফিল্মে। এছাড়া বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। এই অভিনেত্রী সম্প্রতি আরটিভির ‘গোলমাল’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেন।