নবজাতক মৃত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন। এরপর তাকে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। শিশুটি দাফনের মাত্র কয়েক মিনিট আগে নড়েচড়ে উঠে। এ ঘটনা ঘটেছে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে।
জানা গেছে, শাহিনুর বেগমের কন্যা সন্তানের জন্ম হয় গোপালগঞ্জ সদর উপজেলায়। কিন্তু হাসপাতাল থেকে সে মৃত জন্ম নিয়েছে এই বলে কার্টনে ভরে দিয়ে দেয় স্বজনদের কাছে। পরে নবজাতকটি নড়েচড়ে বসে তাকে দাফন করতে গেলে। এ সময় আবার দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতককে সুস্থ করার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
গণমাধ্যমকে জানান নবজাতকের বাবা ইয়াসিন, নবজাতক জন্ম নেওয়ার পর গাইনি ওয়ার্ডের লোকজন তাকে হ্যান্ড স্যানিটাইজারের একটি কার্টনে ভরে দেয়, বলে মৃত নবজাতক হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কালশী কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কার্টনের ভেতর নড়ে ওঠে হঠাৎ করে। নবজাতক জীবিত আছে তখন কার্টন খুলে দেখা যায়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এখন সুস্থ আছে নবজাতক। তবে কেন তাকে মৃত বলে দেওয়া হলো, এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।