মতিয়ার রহমান (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায়। এ দুর্ঘটনা ঘটে বুধবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল এলাকায়। চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি ক্যানালপাড়ার আব্দুল বারীর ছেলে মতিয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিয়ার বুধবার রাতে দশমাইল হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে রাস্তা পার হচ্ছিলেন। একটি দ্রুতগামীর পিকআপ ভ্যান এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে তাকে ধাক্কা দেয়। এতে মতিয়ার ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গা সদর থানাধীন সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জানান।পিকআপ ভ্যানটি পালিয়েছে এ ঘটনার পর।