শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনীতি অনেকটাই নির্ভর করে শিল্প মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমের ওপর। তাই প্রকল্পের কাজসমূহ দ্রুত শেষ করতে হবে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে।’
তিনি এ কথা বলেন রোববার (৩০ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-‘২১ অর্থবছরের এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে। কে এম আলী আজমের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সচিব। শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভালো অবস্থায় রয়েছে করোনা পরিস্থিতিতে । বাংলাদেশের অবস্থান ঈর্ষণীয় আর্থসামাজিক বিভিন্ন সূচকের।’
সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর সমস্যাসমূহ সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন বিশেষ অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী।
সভায় জানানো হয়, ৩০ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করা হবে ১৩ বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের আওতায় যশোর, গাইবান্ধা, শেরপুর ও নিলফামারীর বাফার গোডাউন। নির্মাণ সমাপ্ত হয়েছে ইতিপূর্বে পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে বাফার গোডাউন। এছাড়া, ৬টি বাফার গোডাউনের জমি অধিগ্রহণ পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে ৩৪টি বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের আওতায়।