বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বজুড়ে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। প্রতিবাদ জানায় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডের আগে হাঁটু মুড়ে বসে। যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে নতুন করে বর্ণবাদবিরোধী আন্দোলন গতি পায় গত ২৫ মে। ক্রীড়া দুনিয়াকেও প্রতিবাদের ঢেউ ছুঁয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে এবং সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।
ক্রিসগেইল সামাজিকযোগাযোগমাধ্যমেপ্রতিবাদজানান, ড্যারেনস্যামি।সামিইসবারপ্রথমঘটনারপ্রতিবাদেএগিয়েআসারজন্যআইসিসিকেআহ্বানজানান।তারপরইআইসিসি প্রতিবাদেসামিলহয়। মাঠেক্রিকেটগড়ালেইংল্যান্ডওওয়েস্টইন্ডিজেরক্রিকেটাররা ‘ব্ল্যাকলাইভসমেটার’ স্লোগাননিয়েবর্ণবৈষ্যমেরবিরুদ্ধেপ্রতিবাদকরেন করোনামহামারীররপর।
বর্ণবাদবিরোধীআন্দোলনেরসঙ্গেএকাত্মতাপ্রকাশকরে বাংলাদেশআন্তর্জাতিকক্রিকেটেফেরারদিনে।ম্যাচশুরুর৫মিনিটআগেদুইদলেরক্রিকেটাররাসাড়িবদ্ধহয়েদাঁড়িয়েএইআন্দোলনেরসঙ্গেএকাত্মতাঘোষণাকরেছেন।এরআগেবাংলাদেশক্রিকেটবোর্ড (বিসিবি) বেলুনউড়িয়ে৩১৩দিনপরআন্তর্জাতিকক্রিকেটেফেরারদিনটিউদযাপনকরে।