গৃহপালিত পশু মহিষের আঘাতে এক পথচারীর মৃত্যু হয়েছে রাজধানীতে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে। শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। পরে বিস্তারিত জানাতে পারব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শাহআলী মাজারের সামনে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন ওই ব্যক্তি রাত মঙ্গলবার রাত ১১টার পর পর। এ সময় গৃহপালিত পশু মহিষ তাকে আঘাত করলে সে গুরুতর জখম হন।
ওই ব্যক্তি মারা যান পরে হাসপাতালে নেওয়ার পথে। মহিষটি ও তার মালিককে আটক করেছে স্থানীয় লোকজন। তবে রাত সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।