বলিউড অভিনেতা ইশান কাট্টার ও অনন্যা পান্ডে প্রেম করছেন—এমন খবর বলিপাড়ায় উড়ছে। এই প্রেমিক যুগল নতুন বছর একসঙ্গে উদযাপনের জন্য গোপনে মালদ্বীপে উড়ে গেছেন।
এক প্রতিবেদনে জানিয়েছে পিংকভিলা, অনন্যা পান্ডে ও ইশান কাট্টার একসঙ্গে মালদ্বীপে অবসর যাপন করছেন। ইনস্টাগ্রামে আলাদা আলাদাভাবে একই লোকেশনে তোলা ছবি পোস্ট করেছেন তারা। এই যুগলের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে তাদের পোস্ট করা এসব ছবিকে কেন্দ্র করে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায় ইশান ও অনন্যা পান্ডের—বেশ কটি ছবি নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করেছেন ইশান-অনন্যা। তারা সাগরের নীল জলে আনন্দে মেতে উঠেছেন। যদিও একসঙ্গে তোলা কোনো ছবি পোস্ট করেননি কেউ-ই। কিন্তু সোশ্যাল মিডিয়ার চেক ইন বলছে তারা দুজনই একই জায়গায় অবস্থান করছেন। তাই ধারণা করা হচ্ছে, সম্পর্কের কথা আড়াল করতে খুবই সাবধানী এই দুই স্টারকিড।
বিদেশে নয় শুধু, তারা মুম্বাইতেও মাঝেমধ্যে একসঙ্গে দেখা গেছে অনন্যা ও ইশানকে। সিদ্ধান্ত চতুর্বেদীর দিওয়ালি পার্টিতেও জুটি বেঁধে হাজির হয়েছিলেন। অনন্যা-ইশান ‘খালি পিলি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে নানা বিতর্কের মধ্যে। কিন্তু এ জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে বাস্তব জীবনে গড়ালো? তাদের গতিবিধি তেমনটাই বলছে আপাতত। তারা যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।