বোর্ডে চ্যালেঞ্জকারী শিক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ পুনরায় শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষায়। পুনঃমূল্যায়নের ফল চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বুধবার (১০ ফেব্রুয়ারি)। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ফল পুনঃমূল্যায়নের আবেদন করেছেন অনেক শিক্ষার্থী। তাদের ফল তৈরি করতে আবারও সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ করতে হচ্ছে। খুব সতর্কতা অবলম্বন করে করতে হচ্ছে বিষয়গুলো। ফলে একটু সময় লাগবে।
অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, দ্রুত পুনঃমূল্যায়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল দেওয়ার আমরা চেষ্টা করছি। আশা করি, ফেব্রুয়ারির শেষ দিকে এই ফল দেওয়া শুরু করতে পারবো। সবাই ফল পেয়ে যাবেন মার্চের প্রথম সপ্তাহের মধ্যে।
এর আগে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ জানুয়ারি। মাদ্রাসা, কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন তাদের মধ্যে। তবে, অটোপাসের ফল নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ফল পর্যালোচনার আবেদন করেন ১৪ হাজার ৬৯২ শিক্ষার্থী।