ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে সমাপ্ত ঘোষণা করা হয়েছে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে।
বেলা সাড়ে ১১টায় মঙ্গলবার (২৭ তারিখ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে গুলশানের দিকে রওনা হন সংক্ষিপ্ত সমাবেশের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
পুলিশ আটকে দেয় দুপুর ১২টা নাগাদ মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে। বিপুল সংখ্যক পুলিশ বেরিকেড দিয়ে রাস্তার দুই পাশে তাদের সামনে অগ্রসর হতে দেয়নি। তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন নেতারা পুলিশের সঙ্গে কথা বলে। নানা রকম স্লোগান দিতে দেখা যায় এসময় কয়েক হাজার নেতাকর্মীকে।