ফল যতই প্রকাশ হচ্ছে ততই লড়াইটা জমে উঠছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। তবে শেষ হাসি কে হাসবে? বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, নাকি ডেমোক্র্যাট দলের জো বাইডেন। আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তা জানতে হলে। সবশেষ তথ্য মতে বুথফেরত জরিপ নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত, ২৩৮ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট। ৮৭ মূল্যবান ইলেক্টোরাল ভোট এখনো বাকি।
এ পর্যন্ত ৪৪টির ফল প্রকাশ হয়েছে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে। বাইডেন এর মধ্যে ভোটের ব্যবধানেও এগিয়ে। তিনি ৬ কোটি ৭৪ লাখ ৯৯৩ ভোট পেয়েছেন। অন্যদিকে টাম্প পেয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার ৬২৭ ভোট।
বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্প গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাসে জয় পেয়েছেন। সেক্ষেত্রে এখন ব্যাটেলগ্রাউন্ড হিসেবে ধরা হচ্ছে এরিজোনা এবং পেনসেলভেনিয়াকে। ট্রাম্প বাকি অঙ্গরাজ্যগুলোর অধিকাংশটিতে এগিয়ে রয়েছে। তবে জয়ের বিষয়ে আশাবাদী বাইডেন। তিনি এক ভাষণে বলেছেন, জয়ের আমাদের হবে বলে আশা করছি, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক খেলা বাকি এখনো। কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে জয় পেয়েছেন জো বাইডেন। ট্রাম্প অন্যদিকে টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, ওকলাহোমা ও টেনেসি-তে জয় পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রায় ভোটগ্রহণ শেষ হয়েছে সবগুলো অঙ্গরাজ্যে। মঙ্গলবার ভোটের দিনের আগেই ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ।