বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারে। তারা হলেন- মো. আকতার হোসেন (৩৭) ও মফিজুল ইসলাম (৪২)। এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এ ঘটনায়।
জানা গেছে, আকতার হোসেন মোটরসাইকেল নিয়ে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারে আসেন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে। এ সময় দ্রুতগামী জৈন্তাপুর বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। মফিজুল ইসলামের উপরে পড়ে মোটরসাইকেলটি। পরে দুজনই আহত হন। চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয়রা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে।
নারায়ণগঞ্জের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আক্তার হোসেন। মফিজুল ইসলাম কমিউনিটি পুলিশে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। আজিমপুর স্টাফ কোয়ার্টারে আক্তার হোসেনের বাসা। ঢাকা ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তার স্ত্রী।