বিদেশি মুসলিমরা গত আট মাসের মধ্যে রোববার প্রথমবারের মতো মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। এই দিন স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের বাইরে থেকে ১০ হাজার মুসলমান ওমরাহ পালনের জন্য বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
সৌদি গেজেট জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম, মদিনায় মসজিদে নববি জিয়ারাতেরও সুযোগ পাবেন ওমরাহ পালন করতে আসা হাজিরা। করোনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার হাজি ও ৬০ হাজার মুসল্লিকে মক্কার মসজিদুল হারামে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রতিদিন মসজিদে নববি জিয়ারতের সুযোগ পাবেন ১৯ হাজার ৫০০ মুসলিম।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ ১০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন বিদেশিরা। সৌদি করোনার প্রাদুর্ভাবের পর ফেব্রুয়ারির শেষ দিকে ওমরাহ ও হজ বন্ধের ঘোষণা দেয়। জুলাইয়ে সীমিত পরিসরে কেবল সৌদিতে অবস্থানকারীদের হজের অনুমতি দেওয়া হয়। ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয় গত ৪ অক্টোবর থেকে। প্রথম দফায় এই সুযোগ পেয়েছিলেন সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা।