অসংখ্য গর্ত সড়কজুড়ে ছোট-বড়। পিচ ও খোয়া উঠে গেছে। তবুও এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না করায় লক্ষ্মীপুরের দালাল বাজার-মীরগঞ্জ সড়কের এমন দশা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বেহাল অবস্থার কারণে সড়কে হেলেদুলে গাড়ি চলে। এতে প্রায় ১০ কিলোমিটারের রাস্তা পার হতে এক ঘণ্টার মতো সময় লাগে। এছাড়া অনেকে ভোগান্তি এড়াতে প্রায় ১৮ কিলোমিটার ঘুরে কালিবাজার সড়ক হয়ে লক্ষ্মীপুরে যান।
জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগে সাত কিলোমিটর রাস্তার উন্নয়ন কাজ করা হয় সড়কটির দালাল বাজার থেকে কাপিলাতলী পর্যন্ত। বাকি অংশ (কাপিলাতলী-মীরগঞ্জ) উন্নয়ন করা হয় এর তিন বছর পর। রাস্তাটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে সম্প্রতি বর্ষায়। ইতিমধ্যে দালাল বাজার থেকে চৌধুরী বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। রাস্তার কাজ শুরু হবে কয়েক দিনের মধ্যেই। আগামী বাজেটে করা হবে রাস্তাটির বাকি অংশের কাজ। সরেজমিনে সড়কটির গঙ্গাপুর, নন্দনপুর, চৌধুরী বাজার, মোল্লাপুল, কাজিরদিঘীর পাড় ও কাপিলাতলী গিয়ে সড়কের বেহলা চিত্র দেখা গেছে। অসংখ্য গর্ত তৈরি হয়েছে পিচ ও খোয়া উঠে ছোট-বড়। যানবাহনগুলো চলছে ধীরগতিতে দুর্ঘটনা এড়াতে। তবে কাপিলাতলী থেকে মীরগঞ্জ পর্যন্ত সড়কটি মোটামুটি চলাচলযোগ্য।
সিএনজি চালক পারভেজ আলম বলেন, বড়-বড় গর্ত হয়েছে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেগে গিয়ে। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ গর্তে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। এই রাস্তটির বেহাল দশা অথচ। যাত্রীদেরও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া রাস্তা খারাপ হওয়ায়। স্থানীয় প্রশাসন এত দুর্ভোগের পরেও সড়কটি সংস্কার করছে না।
এমরান হোসেন নান্নু হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, দুই উপজেলার মানুষ জেলা শহরে যাতায়াত করে এ সড়ক দিয়ে প্রতিদিন। এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি। সামান্য বৃষ্টি হলেই সিএনজিতো দুরের কথা পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর হয়ে যায়। ফলে রাস্তার দুপাশের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনিও। এ বিষয়ে লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলি আনোয়ার পারভেজ বলেন, তিন হাজার ২০০ মিটার উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে দালাল বাজার-মীরগঞ্জ সড়কের। কাজ শুরু হবে কয়েক দিনের মধ্যে। যাতে ব্যয় হবে দুই কোটি টাকা। তবে পুরো রাস্তার কাজ একসঙ্গে করা যাচ্ছে না বরাদ্দ কম হওয়ায়।